কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ০৫:৫৯ অপরাহ্ন
কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ২৫০ পরিবারের মধ্যে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি অনুষ্ঠানে এই বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  


বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এবং দাতা সদস্য কার্ক ইন এক্টি , নেদারল্যান্ডস’র সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের আওতায় লালশাক, পালংশাক, পুঁইশাক, মুলা, করলা, ধনিয়া, এবং কুমড়ার বীজ উপকারভোগী পরিবারগুলোকে বিতরণ করা হয়।  


এ সময় স্থানীয় সমাজসেবক মো. ছগির মাতুব্বরের সভাপতিত্বে এবং প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শাকসবজির বীজ বপন, পরিচর্যা, সার ও কীটনাশক ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন এবং এই সবজি চাষে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।  


সংস্থার বরিশাল অফিসের কো-অর্ডিনেটর যাদব চন্দ্র গুহ, কর্মকর্তা সবুলান অধিকারী, এবং প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  


উপকারভোগী পরিবারগুলো বীজ পেয়ে আনন্দিত হয়ে নিজেদের কৃষিকাজে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁদের মতে, এই সহায়তা তাঁদের জীবনে অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন আনবে।