ভূরুঙ্গামারীতে কাঁচা মরিচের দাম ৬০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ ০৭:৩৫ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে কাঁচা মরিচের দাম ৬০০ টাকা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাঁচা মরিচের বাজার মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। মাত্র তিন দিনের মধ্যে দাম বেড়েছে ২৫০ টাকার বেশি, যা বাজারে আসা ক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে অনেক ক্রেতা সামান্য পরিমাণ কাঁচা মরিচ কিনছেন, আবার অনেকে তো তালিকায় থেকেই কাঁচা মরিচ বাদ দিয়েছেন।


সোমবার দুপুরে ভূরুঙ্গামারী বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, কাঁচা মরিচের এই উচ্চমূল্য তাদের জন্য অস্বাভাবিক। আবদুল আজিজ নামে এক ক্রেতা বলেন, “আগে ২৫০ গ্রামের কম কাঁচা মরিচ কিনতাম না, কিন্তু এখন ৭০ গ্রাম মরিচ কিনেছি।” শহিদুল ইসলাম বলেন, “মাঝারি আকারের সাড়ে ৬ গণ্ডা কাঁচা মরিচ ৩০ টাকায় কিনেছি।” 


আনিসুর রহমান জানালেন, “এখন কাঁচামরিচের দাম এত বেশি যে, আমি শুকনো মরিচ খাওয়াই ভালো মনে করছি। দাম কমলে তখন আবার কাঁচামরিচ খাওয়া যাবে।” 


বাজারের খুচরা বিক্রেতা সফিয়ার ও কামরুল বলছেন, “আমরা বেশি দামে কাঁচা মরিচ কিনেছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।” 


আড়তদার জাহাঙ্গীর হোসেন জানান, প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বিক্রেতাদের কাছে ৪৫০ থেকে ৪৮০ টাকা দামে বিক্রি করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য আরও চাপ সৃষ্টি করছে। 


স্থানীয় কৃষকদের মতে, আবহাওয়ার পরিবর্তন, পরিবহন ব্যয় বৃদ্ধি ও বাজারের চাহিদার তারতম্যের কারণে কাঁচা মরিচের দাম এমন বেড়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। 


এই অবস্থায় স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে, যাতে কৃষক ও ভোক্তাদের মধ্যে মূল্যবোধ বজায় রাখা যায় এবং বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব হয়।