কাউখালীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
কাউখালীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী সদরে অবস্থিত কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের  সভাকক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুচরিতা কুণ্ড, মাওলানা মোঃ ইয়াহিয়া, ছাত্র অভিভাবক জান্নাতুল আক্তার, অঞ্জনি রানী, দশম শ্রেণীর ছাত্র সজল হালদার, অষ্টম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী মোবাইল আনতে পারবে না।


ছাত্র-ছাত্রীদের নিয়মিত বিদ্যালয় আসতে হবে, এ ব্যাপারে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের মাঝে মাঝে বিদ্যালয় এসে তাদের ছেলেমেয়েদের খোঁজখবর নিয়ে যাবে।


সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার বলেন, যে ছাত্র-ছাত্রী নিয়মিত বিদ্যালয় আসে,ওই ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ার দরকার হয় না। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা থাকতে হবে।