গোপালগঞ্জে পুলিশের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০২৪ ০৮:৫২ অপরাহ্ন
গোপালগঞ্জে পুলিশের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ম দিনের কর্মবিরতি পালন করেছেন জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে ১১ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফা।


এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা। 


পুলিশ লাইন্সের ব্যারাকের সামনে থেকে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ব্যারাকের সামনে থেকে পুলিশ লাইন্সের মূল ফটকের কাছে এসে শেষ হয়।সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে মিছিলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।