ভরবো মাছে মোদের দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ জুলাই) সকাল এগারোটার দিকে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কমপ্লেক্সের সামনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও উপজেলা মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনজন সফল মাছ চাষী/ব্যক্তি/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাসুদুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নইফা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হুমায়ুন কবির,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, পিআইও মো. সিফাত আহমেদ,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রূপক আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার প্রমুখ। মৎস্য অফিসের কর্মকর্তা,মৎস্য চাষী, হ্যাচারি মালিক,মৎস্য বিক্রেতাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এ সপ্তাহে হাট-বাজারসহ গুরুত্বপূর্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচার, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. জসিম মিয়া। অনুষ্ঠানে যে তিনজন পুরস্কার পেয়েছেন তারা হলেন,মোহাম্মদ গোলাম মোস্তফা, মো.আলী হোসেন ও মো. আবু তাহের।
এদিকে একই সময়ে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণা বেক্ষণ কর্মসূচি -৩(আরই আরএমপি -৩) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেকও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.আনিছুল ইসলাম ভূইঁয়া। চেক ও সনদপত্র বিতরণ করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।