কবর থেকে কঙ্কাল চুরির অপরাধ ঘোড়াঘাটে আটক-৩

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৭ই জুলাই ২০২৪ ০৬:৪০ অপরাহ্ন
কবর থেকে কঙ্কাল চুরির অপরাধ ঘোড়াঘাটে আটক-৩

রাতের অন্ধকারে মৃত ব্যক্তির কবর থেকে চুরি করে লুকিয়ে রাখা মানবদেহের কঙ্কাল নিয়ে যেতো এমন একটি ভয়ংকর চক্রের ৩ সদস্যকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।


মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় থানার এসআই অসীম কুমার ও তার দল সন্দেহভাজন হিসেবে তিন জনকে আটক করতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।পরে পুলিশ দৌঁড়িয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে  যায়। 


আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের মৃত মনছের আলী মৃধার ছেলে জহুরুল ইসলাম (৪৫), পলাশবাড়ী উপজেলার কিশামত-চেরেঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১) এবং রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে লালন মিয়া (৪২)।


রাতে সন্দেহভাজন আটক ৩ ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে কঙ্কাল চোর বলে দাবি করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভা এলাকার নুরজাহানপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি ঘাসের জমি থেকে ১ বস্তা মানবদেহের হাড় উদ্ধার করে পুলিশ। ওই বস্তায় চারটি কবর থেকে চুরি করা মানবদেহের কঙ্কালের হাড়ের অংশ বিশেষ রয়েছে। একই জায়গা থেকে পৃথক আরেকটি ব্যাগে কবর খননের কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটক ব্যক্তিদের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারা চক্রের বেশ কয়েক জনের নাম আমাদেরকে দিয়েছে। আমরা তাদেরকে আটকে কাজ করছি। এই ঘটনায় নুরজাহানপুর কবরস্থান কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করেছে। আজ বুধবার সকালে আসামীদেরকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।