সদ্য অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন হাঁস প্রতীকের পরাজিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ মোকাররমা চৌধুরী(বাবলী)।
শনিবার দুপুরে হরিপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ ভোট শেষে ফলাফল সীটে পোলিং এজেন্টের সাক্ষর না নেওয়া,অধিকাংশ ফলাফল সীটে ঘষামাজা ও কারচুপিসহ সুকৌশলে পরাজিত করা হয়েছে উল্লেখ করে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানান তিনি।
তিনি বলেন, সকাল থেকে আমার কর্মী -সমর্থক ও ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করেন কলস প্রতীকের প্রার্থীর কর্মীরা। নানা ভাবে বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা সত্ত্বেও ভোটাররা ভোট দিয়েছেন৷ ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট ও কর্মীগণ প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণের যোগসাজশে আমার হাঁস প্রতিকের ভোট কলসের বান্ডিলে বেঁধে গণনা করার চেষ্টা করে। আমার এজেন্টের আপত্তির মুখে সঠিকভাবে ভোট গোছানোর পর গণনা করা হয়৷ এতে কেন্দ্র সমূহে আমি জয়লাভ করেছি বলে গণনায় প্রকাশ পায়। পরবর্তীতে আমার এজেন্টগনকে কেন্দ্র থেকে বের করে দিয়ে অব্যবহৃত ব্যালেটে নতুন করে সীল মেরে এবং আমার হাঁস প্রতীকের ভোট আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের পক্ষে ও কলস প্রতিকের ভোট আমার হাঁস প্রতিকের পক্ষে দেখানো হয়। এমন অন্যায় ও অনধিকারে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত করা হয়। এই ঘটনা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
এ ছাড়াও বাবলি আরো বলেন, বেসরকারী ফলাফলে দেখা যায় পুরো উপজেলায় ৪৭৪৪ টি ভোট বাতিল দেখানো হয়েছে, যা সম্পূন্ন অবৈধ এবং অযোক্তিক। এই বর্ণিত বাতিলকৃত ভোট গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্র সমূহে আমার দায়িত্বপ্রাপ্ত এজেন্টগণ প্রিজাইডিং অফিসারগণের নিকট আপত্তি করেন কিন্তু প্রিজাইডিং অফিসারগণ তাহা কর্ণপাত করেননি। আমার এজেন্টগণ আমাকে জানিয়েছেন ঐ বাতিলকৃত ভোটগুলো আমার হাঁস মার্কার ছিল। ফলশ্রুতিতে আমাকে অল্প ভোটে পরাজিত দেখানো হয়েছে। আমার পরাজয় উদ্দেশ্য প্রণোদিত আমার প্রতিদ্বন্ধী কলস প্রতিকের প্রার্থী আসিয়া বেগম নির্বাচনি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ফলাফলে আমাকে পরাজিত দেখিয়েছেন।আমি এ ফলাফল বাতিল ও পুনরায় গণনা করার জোর দাবি জানাচ্ছি।
এ সময় ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল প্রধান,হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ভোটে দায়িত্বরত প্রার্থীর পোলি এজেন্ট ও কর্ম সমর্থকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।