আশাশুনিতে জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ১৭ই জুলাই ২০২৩ ০৮:১১ অপরাহ্ন
আশাশুনিতে জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে বাংলাদেশ জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জুয়েলারি সমিতি। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বুধহাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


পরে উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি দেব কুমার দে, এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


এসময় বক্তব্য রাখেন উপজেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার পাইন,  সুনিল কুমার পাইন,  অজয় কুমার পাইন, প্রহ্লাদ কুমার দত্ত, জয় নারায়ণ পাইন, দিলীপ কুমার পাইন, গৌতম কুমার দাস,তপন কুমার দাস, কার্তিক বিশ্বাস, আকাশ দত্ত প্রমুখ। 


আলোচনা সভা শেষে কেক কেটে অতিথিবৃন্দ বাংলাদেশ জুয়েলারি সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।