সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
মোঃ ইলিয়াস আলী - জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: শুক্রবার ১৬ই জুন ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ৪

গরু বোঝাই নছিমন গাড়ি উল্টে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন।


শুক্রবার ( ১৬ জুন) সকাল ১০টায় দিকে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে টেকিয়া (মহেষপুর) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন। 


আহতরা হলেন, উপজেলার জওগাঁ গ্রামের মৃত কুসুমুদ্দিনের ছেলে আকবর আলী (৫২) ও বদরুল ইসলামের ছেলে হাবিবুর। , নন্দুয়ার গ্রামের হরেন রায়ের ছেলে ছতিস (২৮), হরিপুর উপজেলার ভেটনা গ্রামের শামসুল হকের ছেলে শরিফুল ফকির (৪৫) ।


স্হানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গরুবাহী নছিমনটি নেকমরদ থেকে আসা একটি ট্রাককে ক্রসিংয়ের সময় রাস্তায় শুকাতে দেওয়া ধানের ক্ষরে চাকা উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে কয়েকজন। গরুসহ ছিটকে পড়ে যায় আরো কয়েকজন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।