হিজলায় নদী ভাঙ্গন রোধে বাহেরচর এলাকায় জিও ব্যাগ ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ২১শে মে ২০২৩ ১২:৫২ অপরাহ্ন
হিজলায় নদী ভাঙ্গন রোধে বাহেরচর এলাকায় জিও ব্যাগ ডাম্পিং

বরিশালের হিজলা উপজেলার বাহেরচর, বাউশিয়া ও উপজেলা কমপ্লেক্স এলাকা মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য আপদকালীন জরুরী ব্যবস্থাপনায় ভাঙ্গন পাড়ে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে ।


রবিবার ২১ মে সকাল নয়টায় উপজেলার বাহেরচরের নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। পানি উন্নয়ন বোর্ডের জরুরী ব্যবস্থাপনায় ভাঙ্গন রোধে আপাতত ২০ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত প্রমুখ ।