বিসিসি নির্বাচন: নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১৪ই মে ২০২৩ ০৬:০৪ অপরাহ্ন
বিসিসি নির্বাচন: নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। রবিবার দুপুর সাড়ে ১২টায় তার পক্ষে রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীর প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। 


কমিটির সদস্যরা হলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট কেএস আহমেদ কবির, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুক হক খান মামুন, ওয়াকার্স পার্টির জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান।


মনোনয়ন ফরম জমা শেষে খোকন সেরনিয়াবাতের  প্রধান নির্বাচন এজেন্ট আফজালুল করিম বলেন, আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ। বরিশাল নগরীতে আনেকগুলো সমস্যা  রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স। তিনি নির্বাচিত হলে বাসাবাড়ির মালিকদের ঘারে করের খড়গ কমানো। পশাপশি নগরবাসীকে যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে।


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে তার প্রতিনিধিরা ফরম জমা দিয়েছেন। এছাড়া আলী হোসেন নামে আরো একজন সতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


প্রসঙ্গত: বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ২১ মে। আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।