সরকারের নির্দেশনা মোতাবেক দেশের এক ইঞ্চি জায়গা ফেলে না রেখে তা আবাদ যোগ্য করে তোলার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত হতদরিদ্র পরিবারের নারী ও শিশুদের পুষ্ঠি চাহিদা পুরণের জন্য ভুমিহীনদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
সোমবার (২০মার্চ) বিকাল ৫ টায় উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের কুমরগন্জ-করনাইট মহিষডুবা আদর্শ পাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রায় ৬৭ টি পরিবারের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ ও বীজের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত বীজ ও চারা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপ-পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম । এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণীর মানুষের বসবাসের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ যেন খাদ্য অভাব ও অপুষ্টিতে না ভোগে সেজন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এমন মহৎ উদ্দোগ্ সফল করার জন্য এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় সেখানে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শামিমা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সন্জয় দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ,২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার চিত্র মোহন ও ইউপি সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত বীজ ও চারা বিতরণ কার্যক্রম সার্বিক ভাবে তত্ত্বাবধান করেন নেকমরদ ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম ও চিত্রমোহন রায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।