ডাসারে হামলার অভিযোগে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: সোমবার ১৩ই মার্চ ২০২৩ ০৫:৪৯ অপরাহ্ন
ডাসারে হামলার অভিযোগে প্রতিবাদ সভা

জমিজমা বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসারে মো. আরজ আলী ঢালী-(৬৫) নামে এক অসহায় পরিবারের উপর একাধীকবার হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


এদিকে ওই হামলাকারীদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে ভূক্তভোগী পরিবারের লোকজন। আজ সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামে আরজ আলীর নিজ বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন ইউনুস সরদার, আবুল বাশার আকন, আব্দুল মোতালেব আকন, জাহিদ সরদার, শাহিন আকন, মাসুম সরদার, রুববান বেগম, বাচুরান বেগম, চম্পা ও সম্পা বেগম প্রমুখ। 


উলেখ্য বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামের আজিম উদ্দীন ঢালীর অসহায় কৃষক ছেলে আরজ আলী ঢালীর নামে পশ্চিম ঘুঙ্গিয়াকুল মৌজায় বিআরএস ১০৩নং খতিয়ানে ২৪৩৮নং দাগসহ তিনটি দাগে বেশ কিছু জমি রয়েছে। ওই জমি একই এলাকার প্রভাবশালী মজিদ হাওলাদারসহ তার লোকজনে দখল করে রেখেছেন। পরে ওই জমি আরজ আলী ঢালী নিজে দখলে নিতে গেলে সম্প্রতি অসহায় আরজ আলী ঢালীর লোকজনের উপর প্রভাবশালী মজিদ হাওলাদারের লোকজনে একাধীকবার হামলা চালায় বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার। এই হামলার ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ওই হামলাকারীদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে ভূক্তভোগী পরিবার ও তার স্বজনরা।


অভিযোগকারী অহিদুল ঢালী বলেন, আমাদের জমি প্রভাবশালী মজিদ হাওলাদারসহ তার লোকজনে দখলে রেখেছেন। কিন্তু ওই জমি আমরা দখলে নিতে গেলে আমাদের উপরে প্রভাবশালী মজিদ হাওলাদারের লোকজনে একাধীকবার হামলা চালায়। পরে এই হামলার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।


এই ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। 


এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) মো. মুনজুরুল ইসলাম বলেন, আমার এ বিষয়টি জানা নেই। তবে ওসি স্যার জানতে পারে।