চাঁদাবাজির অভিযোগে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৫ অপরাহ্ন
চাঁদাবাজির অভিযোগে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর কালুখালীতে পাট ব্যবসায়ীর গুদামে তালা লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী ২নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদরের ধুঞ্চী গ্রামের মৃতঃ নবিজ উদ্দিনের ছেলে ও পাট ব্যবসায়ী মনোয়ার হোসেন মনো।


মামলার আসামিরা হলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মালিয়াট গ্রামের নির্মল কুমার সাহা, একই গ্রামের জগন্নাথ দত্ত ও বোয়ালিয়া গ্রামের রাম প্রসাদ সাহাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।


মামলার বাদী মনোয়ার হোসেন মনো বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে হয়রানী করে আসছেন। এরই অংশ হিসেবে তার নিজ স্বাক্ষরে কতিপয় ব্যক্তিকে দিয়ে কালুখালী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি গঠন করে চাঁদাবাজির মাধ্যমে সাধারণ জনগণের নিকট থেকে বেআইনিভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। তিনি আরো বলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে বৈধভাবে গুদাম ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করা সত্ত্বেও টিটো চৌধুরী গুদাম ঘর সংলগ্ন জায়গায় রোপিত একটি শিশু গাছ জোরপূর্বক কেটে নিয়ে যান এবং ক্ষমতার দাপট ও প্রভাব দেখিয়ে চাঁদা দাবীসহ বিভিন্ন সময়ে চাঁদার টাকা গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি অন্যায়ভাবে গুদাম ঘরের প্রধান গেটে ঝোলানো তালা ভেঙ্গে জোরপূর্বক নিজে একটি তালা লাগিয়ে দেন চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এরই পরিপ্রেক্ষিতে আমি আদালতে ন্যায় বিচারের জন্য মামলা দায়ের করেছি।


এ বিষয়ে কালুখালি উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো জানান, তাকে হেও ও অপমানিত করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের ক‌রা হয়েছে।


বাদীর আইনজীবী রাজবাড়ী বারের এডভোকেট বিপ্লব কুমার রায় জানান, মামলাটি আদালতের বিচারক গ্রহণ করেছেন। তদন্তের জন্য ইতিমধ্যে জেলা ডিবিকে নির্দেশ দিয়েছেন।