বৃহত্তর ময়মনসিংহ ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় (১৮ থেকে ২০ অক্টোবর) ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"বছর ব্যাপি ফসল চাষে, অর্থ পুষ্টি দুই আসে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা পূর্বধলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার আয়োজন করে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কৃষকদের নিয়ে বিভিন্ন ধরনের গ্রামীন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক জুলফিকার শাহীন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষির বৈচিত্র উৎপাদনে কৃষকদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠান শেষে মেলায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।