গোয়ালন্দে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২রা জুলাই ২০২২ ০৫:৫৩ অপরাহ্ন
গোয়ালন্দে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত ২ জুলাই রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫জন আসামীকে গ্রেফতার করেছে।


আটককৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার আহম্মাদ শিকদার এর ছেলে মোঃ আলমগীর শিকদার (৩২) একই এলাকার মো. শুকুর আলী সরদারের ছেলে হাশেম আলী সরদার (৩৪), পিতা-মোঃ শুকুর আলী সরদার,


সিদ্দিক কাজীর পাড়া এলাকার মৃত সেকেন মোল্লার ছেলে আমিন মোল্লা (৩৪), ফেলু মোল্লার পাড়া এলাকার শওকত মোল্লার ছেলে নজু মোল্লা (৩০) ও সাহের মন্ডল পাড়া এলাকার ইয়াকুব বেপারীর ছেলেমোঃ সাত্তার।গোয়ালন্দ ঘাট থানার অফিসান ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের ২ জুলাইশনিবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।