গোসাইরহাটে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৬ই ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৭ অপরাহ্ন
গোসাইরহাটে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা উদ্বোধন করা হয়েছে  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট উপজেলা পরিষদের চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত এই মেলার উদ্বোধন করেন। 


উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৪০টি স্টল রয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, ভারঃ উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: কে এম তানজির নাঈম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খাইরুল ইসলাম, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এলডিপি ডাঃ মিজানুর রহমান, গোসাইরহাট থানার ওসি তদন্ত আবু বকর, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. লিটন চৌধুরী প্রমূখ৷