ভূরুঙ্গামারীর তিন ইউপির দু’টিতে জাপা একটিতে আ.লীগ জয়ী

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ১লা ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারীর তিন ইউপির দু’টিতে জাপা একটিতে আ.লীগ জয়ী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন  ইউনিয়নে অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন ইউনিয়নের দু’টিতে জাতীয় পার্টি ও একটিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী ইউনিয়নে জাতীয় পার্টির এ.কে.এম. মাহমুদুর রহমান রোজেন লাঙ্গল প্রতীকে ১১ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে ৮ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। 


পাথরডুবি ইউনিয়নে জাতীয় পার্টির আব্দুস সবুর লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান (রোকন) মোটর সাইকেল প্রতীকে ৩ হাজার ২৫৯ ভোট পেয়েছেন।


শিলখুড়ী ইউনিয়নে আ.লীগের  আসাদুজ্জামান (আসাদ) নৌকা প্রতীকে ৭ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (ইউসুফ) আনারস প্রতীকে ৬ হাজার ২৮৬ ভোট পেয়েছেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।