দৌলতপুরে ১৪ আ.লীগ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: শুক্রবার ৫ই নভেম্বর ২০২১ ০৫:১৮ অপরাহ্ন
দৌলতপুরে ১৪ আ.লীগ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী ৫৭ জন

কুষ্টিয়ার দৌলতপুরে ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২১ জন প্রার্থীসহ ইউপি সদস্য প্রার্থীদের ও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি।


জানা গেছে, ১৪টি ইউনিয়নে ১৪ জন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হলেও ৫৭ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়াও এসব ইউনিয়নে বিএনপি সমর্থিত ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে মরিচা ও হোগলবাড়িয়া ইউনিয়নে রয়েছেন দু’জন করে। পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ১২ জন, জাকের পার্টির ৭ জন, জাতীয় পার্টির ৫ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও অন্যান্য প্রার্থী রয়েছেন ৫ জন।


এসব প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ওয়ার্কার্স পার্টিসহ স্বতন্ত্র এবং প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।


ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রাগপুর ইউনিয়নে ১০ জন, রামকৃষ্ণপুরে ৪ জন, মথুরাপুরে ১০ জন, ফিলিপনগরে ১১ জন, আদাবাড়িয়ায় ৭ জন, বোয়ালিয়ায় ১২ জন, আড়িয়াতে ৭ জন, খলিশাকুন্ডিতে ৯ জন, রিফাইতপুরে ৮ জন, পিয়ারপুরে ৭ জন, চিলমারীতে ৪ জন, মরিচাতে ১০ জন, দৌলতপুরে ১৪ জন ও হোগলবাড়িয়ায় ৮ জন প্রার্থী রয়েছেন। 


আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ও ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।