মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাফল্য ধরে রাখল কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে অক্টোবর ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন
মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাফল্য ধরে রাখল কোস্টগার্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১’ উপলক্ষে গত ৪ অক্টোবর ২০২১ হতে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে মোট ৩ হাজার ৪৯ টি অভিযান পরিচালনা করে।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, এবারের অভিযানে আনুমানিক ২৩৩ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৭ লক্ষ ৯৮ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল, ৯,৮৩২ কেজি ইলিশ মাছ, ১১৫ টি বোট ও ২৫৭ জন জেলেকে আটক করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রসাশন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেয়া হয়।