গোয়ালন্দে ইলিশ নিধনের অপরাধে ৫ জেলের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে অক্টোবর ২০২১ ০৪:০৬ অপরাহ্ন
গোয়ালন্দে ইলিশ নিধনের অপরাধে ৫ জেলের জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৫ নৌকার মালিক কে ২২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) রাত ৮ টার দিকে  উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় জেলেদের থেকে ৫ টি মাছ মারার নৌকা জব্দ করা হয়।


মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন, এএসআই নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।