বেতাগীতে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , বরগুনা
প্রকাশিত: শুক্রবার ৬ই আগস্ট ২০২১ ০৮:৩৫ অপরাহ্ন
বেতাগীতে হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা

বরগুনার বেতাগীতে কোভিড -১৯ মহামারীর কারনে গরীব ও হতদরিদ্র অসহায় শতাধিক মানুষের মাঝে  বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি, সঞ্জয় কুমার সরদারের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, সাবান সহ স্বাস্থ্য সুরক্ষার জন্য মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে।



শুক্রবার বেলা ১১ টায়  উপজেলার হোসনাবাদ ইউনিয়নের, ছোপখালী সরদার বাড়ি মন্দিরের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । 



ইউপি সদস্য আব্দুল মাজেদ মৃর্ধার তত্ত্বাবধানে, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সহ -সভাপতি, সঞ্জয় কুমার সরদারের সভাপতিত্বে 



এসময় প্রধান অতিথি ছিলেন, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান রিপন, 



উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এর সভাপতি,বাবু পরেশ চন্দ্র কর্মকার, প্রভাষক আশ্রাফুল আলম লিটন সহ আরও অনেকে। 



এ সময় ছাত্রলীগ নেতা সঞ্জয় কুমার সরদার বলেন, মহামারী করোনাভাইরাস ও  সরকারের ঘোষিত সর্বাত্মক লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন, বিত্তবানদের অসহায় হতদরিদ্র মানুষদের পাশে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। 



তারই ধারাবাহিকতায় আজ আমার এই উদ্যোগ। তিনি তার নিজ বেতাগী উপজেলা বাসির পাশে আছে, থাকবেন। এ সাহায্য পর্যায়ক্রমে চলবে জানান তিনি। এভাবে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।