কুমিল্লায় পেট্রোল পাম্পে আগুন, পাঁচটি বাস ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১১ই জুলাই ২০২১ ০৮:৫২ অপরাহ্ন
কুমিল্লায় পেট্রোল পাম্পে আগুন, পাঁচটি বাস ভস্মীভূত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার ফিলিং স্টেশনে রাখা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের একাংশে রাখা যাত্রীবাহী পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়। রবিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম জানান, লকডাউনের কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল। বিকাল ৪টায় হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আমরা ৯৯৯-এ কল করি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের দুইটি ও চান্দিনার দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরই মধ্যে পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়। কুমিল্লা ফায়ার সার্ভিসের উপপরিচালক শরফুদ্দীন জানান, চারটি ইউনিটের এক ঘনটার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পাঁচটি বাস ভস্মীভূত হয়েছে। 


ধারণা করা হচ্ছে, বাসের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।