বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ১৯শে জুন ২০২১ ০৫:১৮ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল  ইউনিয়নের বারপাইকা গ্রামের  সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া( ৭০) আর নেই।(১৯জুন) শনিবার ভোর রাত ৪টা দিকে তিনি বুকে ব্যথাজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 




বাদ যোহর অরুয়াইল আব্দুস সাত্তার  কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারে'র মাধ্যমে জানাযা শেষে পারিপারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।




সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল ও সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এএসপি মো. আনিছুর রহমান,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনসহ পুলিশের একটি চৌকশ দল তাঁকে র্গাড অব অনার প্রদান করেন।এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। 




সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।



মৃত্যুকালে তিনি স্ত্রী,একপুত্র, দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।




বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. কুতুব উদ্দিন ভূইঁয়া'র  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।