আহত শ্রমিককে ইউনিয়নের চিকিৎসা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৯শে মে ২০২১ ০৩:৩২ অপরাহ্ন
আহত শ্রমিককে ইউনিয়নের চিকিৎসা সহায়তা প্রদান

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়াস্থ, বালুখালী,কুতুপালং,ঘুমধুম, ট্রাক,মিনি ট্রাক,পিক-আপ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত পরিবহন শ্রমিক রতন বড়ুয়া (সদস‌্য নাম্বার ৩৫)কে ৫০০০/হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদাণ করলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমলাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মোঃ হোছাইন।


শনিবার(২৯ মে) সন্ধ‌্যায় শ্রমিক ইউনিয়নের কচুবনিয়াস্থ কার্যালয়ে আহত রতন বড়ুয়া' কে ৫হাজার টাকা চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, বালুখালী, কুতুপালং, ঘুমধুম, ট্রাক,মিনি ট্রাক,পিক-আপ শ্রমিক ইউনিয়নের লাইন পরিচালক মোহাম্মদ ছৈয়দ হোসাইন, শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ হোছাইন, সহ-সাধারণ সম্পাদক জাহেদ আলম, শ্রমিক নেতা হেলাল উদ্দিন কোম্পানী, সদস‌্য সেলিম উল্লাহসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ।


সংগঠনের সভাপতি হেমলাল বড়ুয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সবসময় পরিবহন শ্রমিকদের বিপদে আপদে পাশে ছিলাম, আছি থাকবো। আমরা অসহায় হতদরিদ্র, অসুস্থ্য ও সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিকদের খোঁজ খবর রাখছি। শ্রমিকদের যে কোন বিপদাপদে পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


#ইনিউজ৭১/জিয়া/২০২১