সরাইলে ১০২ টি পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৩শে জানুয়ারী ২০২১ ১০:১৮ পূর্বাহ্ন
সরাইলে ১০২ টি পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা

আশ্রয়নের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলেতে১০২ টি পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশের ন্যায় সরাইল উপজেলায় দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর উপহার পেলো ১০২ টি দরিদ্র পরিবার।


শনিবার ২৩ জানুয়ারি সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে, সরাইল উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সোয়া ১১ টায়,দেশনেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ১০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল  এর সভাপতিত্বে পরিবার গুলোর সদস্যদের হাতে ঘরের সনদ এবং দলিল  হস্তান্তর করেছেন, এ সময় উপস্থিত ছিলেন,(ব্রাহ্মণবাড়িয়া৩১২) সংরক্ষিত আসনের সংসদ সদস্য  উম্মে ফাতেমা নাজমা (বেগম শিউলি আজাদ)সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,


সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত ) মোঃ শফিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ,


সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ মর্জিণা আক্তার,সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের উপ- সহকারী প্রকৌশলী মোঃ সালা উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, যুবলীগ নেতা মোঃ বিলাল মিয়াসহ সরকারী বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহপ কর্মচারীবৃন্দ।