সাতক্ষীরার আশাশুনিতে বর্ষা এলেই জমে ওঠে ছাতা মেরামতের মৌসুমি ব্যবসা। বছরের অন্য সময় কাজ না থাকলেও বর্ষাকালে ব্যস্ত সময় কাটান এসব কারিগররা। বাজারের মোড়ে ফুটপাতে বসে নীরবে-নিভৃতে তারা ছাতা মেরামত করে যাচ্ছেন, যারা নিজেরা ভিজলেও মানুষকে ভেজা থেকে রক্ষা করেন। আশাশুনি সদর, বুধহাটা, বড়দল ও দরগাহপুর বাজারে বর্ষা শুরু হওয়ার পর থেকেই ছাতা মেরামতের দোকানগুলোর সামনে ভিড় লেগে থাকে। কেউ ছিঁড়ে