
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ১৬:২৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন। তারপরও তিনি আল্লাহর কাছে সৎ কাজের দোয়া করতেন, অসৎ কাজ থেকে বেঁচে থাকার দোয়া করতেন। তিনি দোয়া করতেন ক্ষমার এবং দারিদ্রদের ভালোসার কামনাও ছিল তার দোয়ায়। যখন কোনো জাতির ওপর পরীক্ষাস্বরূপ কোনো ফেতনা আসে, সে সময়ও তিনি দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকার দোয়া করতেন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ সব দোয়া ছিল উম্মতের জন্য সুমহান শিক্ষা। যাতে উম্মতে মুহাম্মাদি সর্বাবস্থায় আল্লাহর কাছে বিশ্বনবির শেখানো ভাষায় দোয়া করতে পারে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফেতনার জামানায় দারিদ্রের জামানায় আমলের কমতির জামানায় তারই ওপর ভরসা করার তাওফিক দান করুন। উল্লেখিত বিষয়গুলোতে তারই সাহায্য লাভের তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর