
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১৬:৩৯

মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন সবার জন্য ৫টি আমল করা জরুরি। সবার জন্য জরুরি এ আমলগুলো হলো-
>> আজানের উত্তর দেয়া
>> আজান শেষে দরূদ পড়া
>> তাওহিদ ও রেসালাতের সাক্ষ্য দেয়া

>> আজানের পর দোয়া করা
সুতরাং আজানের সময় মুয়াজ্জিনের অনুসরণে হুবহু উত্তর দেয়া ফজিলতপূর্ণ ইবাদত। তাই মুমিন মুসলমানের উচিত আজানের উত্তর দেয়ার মাধ্যমে পরিপূর্ণ সাওয়াব লাভ করা। আজানের পরে দরূদ পাঠ করে দোয়া করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের আলোকে আজানের উত্তর দেয়ার পাশাপাশি দরূদ ও দোয়া করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর