প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫
মানুষের জীবনের উন্নতিতে জ্ঞানার্জন করা আবশ্যক। আর নিজেকে সঠিক জ্ঞানের আলোয় আলোকিত করতে আল্লাহর দরবারে ধরনা দেয়ার বা আমল করার বিকল্প নেই। এমনই একটি আমল তুলে ধরা হলো, যার দ্বারা মানুষ নিজেদের জ্ঞানভান্ডারকে আলোকিত করবে। সঠিক পথের সন্ধান পাবে।
আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি ‘আল-হাদি (اَلْهَادِىْ)। এ নামের তাসবিহ-এর বরকতে আল্লাহ তাআলা মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করবেন।
হাদিসে পাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার গুণবাচক নামের ফজিলত বর্ণনায় বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْهَادِىْ) ‘আল-হাদি’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
ফজিলত ও আমল
ইনিউজ ৭১/এম.আর