
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২০

কঠিন বিপদ ও মুসিবতে পতিত মানুষের মুখ থেকে মনের অজান্তে সাধারণত যে শব্দ বেরিয়ে আসে তাহলো ‘আল্লাহ বা ওহ গড!। এটা স্বাভাবিক কোনো কথা নয়। মানুষ যখন কোনো বিষয়ে একান্তই অপারগ হয়ে যায়, তখনই মনের অজান্তে সৃষ্টিকর্তার নাম আপনা-আপনিই মুখ থেকে বেরিয়ে আসে। সৃষ্টিকর্তাকে মনের অজান্তে স্মরণ করাও মহান আল্লাহর একান্ত রহমত ছাড়া আর কিছুই নয়। আর এভাবেই আল্লাহ তাআলা নিরুপায় বা সম্বলহীন মানুষকে বিপদ মোকাবেলায় একটা না একটা পথ খুলে দেন। আর একারণেই আল্লাহ তাআলা মানুষকে এ কথা স্মরণ রাখতে বলেন-

ইনিউজ ৭১/এম.আর