বরিশালে শোকাবহ তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ৯ই আগস্ট ২০২২ ১১:২৯ পূর্বাহ্ন
বরিশালে শোকাবহ তাজিয়া মিছিল

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। দিবসটি পালনে প্রতিবছরের মতো এ বছরও পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে।


মঙ্গলবার (৯ আগস্ট) নগরীর পশ্চিম কাউনিয়া মরকখোলা পোল চত্ত্বর থেকে সকাল ১০টায় এ তাজিয়া মিছিল শুরু হয়।


আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নতুনবাজার, বগুড়া রোড, সদর রোড, জেলাখানা মোড়, হাসপাতাল রোড হয়ে তাজিয়া মিছিলটি মরকখোলা পোল চত্ত্বরে এসে সমাপ্ত হবে।


আশুরা উপলক্ষে বরিশালে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পাশাপাশি সতর্কাবস্থানে রয়েছেন গোয়েন্দা সদস্যরা।


ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।


হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথিসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের এই ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। এদিন মুসলমানরা ইবাদত বন্দেগির মাধ্যমে দিবসটি পালন করবেন।