স্পেনে করোনায় আক্রান্ত ৩২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৬:২৮ অপরাহ্ন
স্পেনে করোনায় আক্রান্ত ৩২ বাংলাদেশি

বিশ্ব আজ করোনা আতঙ্কে আতংকিত।প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা,লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! পৃথিবীর করোনা সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে স্পেন।

স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০০০০। করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭৩ এবং মারা গেছেন ২৬৯৬ জন। এর মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসের হট লাইনে কল করা হলে ৩২ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। 

এর মধ্যে মাদ্রিদে ২৭ জন এবং বার্সেলোনায় ৫ জন। স্পেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রায়হান জানান, স্পেনে এখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে, কেউ বাসা থেকে বের হচ্ছে না। 

করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। ইতিমধ্যে ৩২ জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা আমাকে নিশ্চিত করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব