ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৪ঠা মার্চ ২০২০ ১০:৪৬ অপরাহ্ন
ইতালিতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

এবার ইতালির মিলানে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে সিঙ্গাপুর ও আরব আমিরাতে কয়েকজন বাংলাদেশির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর আজ বুধবার ইতালিতে এক বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে আক্রান্তের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত মাসে সিঙ্গাপুরে পাঁচ জন এবং সংযুক্ত আরব আমিরাতে এক জন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশিরা সবাই একই প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবারকে ১০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে সে দেশের বিদেশি শ্রমিকদের সহযোগিতাকারী প্রতিষ্ঠান মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সিঙ্গাপুরে ১১০ জন এবং আরব আমিরাতে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব