কাতারে বন্ধুর ফ্রিজে মিলল বাংলাদেশি ব্যবসায়ীর লাশ
কাতারে নিখোঁজের সাতদিন পর বন্ধুর ফ্রিজ থেকে আব্দুল মতিন (৪৫) নামে বাংলাদেশি এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কাতার পুলিশ। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে কাতারের আবু হামুর এলাকায় বন্ধু ইব্রাহিমে ফ্রিজের ভেতর থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। নিহত মতিনের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে। বাবার নাম মৃত আতাউর রহমান। নিহত আব্দুল মতিন ৩ কন্যা সন্তানের জনক। এ ঘটনার পর থেকে ইব্রাহিমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রায় ২০ বছর ধরে কাতারের সানাইয়া এলাকায় তিনি গ্যারেজ ব্যবসা করছিলেন। সবশেষ ২০১৯ সালের আগস্ট মাসে দেশে এসে ঘুরে যান তিনি। নিহত আব্দুল মতিনের বড়ভাই কাতার প্রবাসী আতিকুর রহমান ও ভাতিজা জাকির হোসেন জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে ইব্রাহিম নামক তার প্রবাসী এক বন্ধু ফোন করে ডেকে নেয় আব্দুল মতিনকে। এরপর থেকে আব্দুল মতিন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার খবর পাওয়া যায়নি। এতে তার ভাই কাতার পুলিশকে বিষয়টি অবহিত করেন।
জনা যায়, ইব্রাহিম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গচুয়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। পুলিশ নিহত আব্দুল মতিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় আহমদ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাতার পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে আব্দুল মতিনকে খুন করে ফ্রিজে রেখে সে দেশে পালিয়েছে। বড়ভাই আব্দুল মানিক জানান, ছোট ভাই আতিকুর রহমান ও ভাইয়ের ছেলে জাকির হোসেন কাতার থেকে ফোনে আব্দুল মতিনের লাশ উদ্ধারের ঘটনা জানায়। এ ঘটনায় পুরো পরিবার বাকরুদ্ধ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।