কোভিড-১৯: সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি কোয়ারান্টাইনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৪ অপরাহ্ন
কোভিড-১৯: সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি কোয়ারান্টাইনে

সিঙ্গাপুরে নভেল করোনাইভাইরাস (এনকভ-২০১৯) সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণের জন্য কোয়ারান্টাইনে রাখা ১৯ জনের মধ্যে ১০ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দ্য ইন্সটিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সাবরিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি আরও জানান, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশির একজন আইসিইউতে এবং আরেকজন জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে সর্বোচ্চ ২৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের কারণে সৃষ্ট নতুন এ রোগের আনুষ্ঠানিক নাম দিয়েছে “কোভিড-১৯”।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব