
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১:৩৯

গত রবিবার ২৫শে আগস্ট ফ্রাঙ্কফ্রুট শহরের হাউস গালুসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতীয় শোকদিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
একমাত্র ছেলে ডেঙ্গুজরে আক্রান্ত হওয়ায় কারণে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব বশিরুল আলম চৌধুরী সাবু, আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ সভাপতি শেখ বাদল আহমেদ।
সভায় বার্লিন আওয়ামী লীগ, মিউনিখ আওয়ামী লীগ, মানহাইম আওয়ামী লীগ, লুডভিগস হাভেন আওয়ামী লীগ,স্টুর্টগাট আওয়ামী লীগ, নর্থ-রাইন ভেষটফালেন আওয়ামী লীগ, হেসেন আওয়ামী লীগ, জার্মানি যুবলীগ,জার্মানি সেচ্ছাসেবক লীগ,জার্মানি ছাত্রলীগ,শেখ রাসেল পরিষদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে গুরুত্ববহ বক্তব্য রাখেন প্রফেসর হারুন উর রশিদ, সহ সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার বাবুল, ইসমাইল নেসার, এফ এম এইচ আলী, জাকির হোসেন, বাবুল মোল্লা, শহিদ, রোমান মিয়া, এমরান ভূইয়া, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,আমরান খান,মুরাদ বেপারী,কামাল বেপারী,দেলোয়ার হোসেন, লোকমান আহমেদ, সোহেল মিয়া, জগলুল বাশার, মিসেস ঝর্ণা, আসমা ইসলাম, মোঃ মোতালেব, নজরুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, বার্লিন আওয়ামী নেতা জসীম, বোরখান খান, ফারুক আহমেদ, আমানুল্লাহ ইসলাম, মোঃ জহির সহ আরও অনেকেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব