প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ০:১৩
রাজধানীর মাঠ থেকে ছিটকে পড়লেও হারিয়ে যায়নি জাতীয় ঐক্যফ্রণ্ট। মান-অভিমান আর মতবিরোধ ভুলে আবার রাজনীতির মাঠে সরব হতে যাচ্ছে এ রাজনৈতিক জোট। আগামী ২৯ অথবা ৩০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এতে ব্যাপক শোডাউনের মাধ্যমে রাজপথে তাদের উপস্থিতি জানান দেয়ার পরিকল্পনা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধাক্কা সামলিয়ে এখন নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে ফ্রন্টের নেতাকর্মীদের। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও পর্যায়ক্রমে সমাবেশ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব