রাজধানীর মাঠ থেকে ছিটকে পড়লেও হারিয়ে যায়নি জাতীয় ঐক্যফ্রণ্ট। মান-অভিমান আর মতবিরোধ ভুলে আবার রাজনীতির মাঠে সরব হতে যাচ্ছে এ রাজনৈতিক জোট। আগামী ২৯ অথবা ৩০ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এতে ব্যাপক শোডাউনের মাধ্যমে রাজপথে তাদের উপস্থিতি জানান দেয়ার পরিকল্পনা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধাক্কা সামলিয়ে এখন নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে ফ্রন্টের নেতাকর্মীদের। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও পর্যায়ক্রমে সমাবেশ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।
বৃহস্পতিবার একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরে ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ড. কামাল হোসেনের সঙ্গ আমি বৈঠক করেছি। এবার বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি হবে বলে আমি আশাবাদী। কারণ, এভাবে একটি দেশ চলতে পারে না। ডা. জাফরুল্লাহ বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট রাজপথে নামতে উদগ্রীব। জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আমরা বড় আকারে রাজপথে নামার চিন্তাভাবনা করছি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।