বাংলাদেশ আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতের আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এ প্রতিনিধি দলের নামের তালিকা চূড়ান্ত করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নেতৃত্বে এ প্রতিনিধি দল ৪ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। প্রতিনিধি দলে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতা, দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটির কয়েকজন সদস্য রয়েছেন।
জানা যায়, সফরে আওয়ামী লীগ ও চীনা রাজনৈতিক দলটির দ্বিপক্ষীয় আভ্যন্তরীণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হবে। যা বিগত সময়েও দুই দলের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করে আসছে। আগামীতে মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চীনা ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টিকে এ সফর থেকে মৌখিকভাবে আমন্ত্রণ জানানো হবে দলীয় সূত্রে জানা যায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।