
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ১৬:১১

মেয়াদ পার হওয়ার আড়াই বছর পর গঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি। এতে স্থান দেয়া হবে নিয়মিত শিক্ষার্থীদের। ত্যাগী এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতারা পাবেন অগ্রাধিকার। বাদ পড়তে পারেন বয়স্করা। এজন্য বেঁধে দেয়া হবে বয়সসীমা। বাদ পড়া নেতাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলে স্থান দেয়া হবে।বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার খবর ছাত্রদলে চাউর হয়ে গেছে। এ কারণে সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। অনেকেই ধরনা দিচ্ছেন দলের শীর্ষ ও প্রভাবশালী নেতাদের কাছে।

ইনিউজ ৭১/এম.আর