আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগ আর কখনও হারবে না, যদি দলকে সুসংহত করা যায়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত। এসময় ওবায়দুল কাদের বলেন: শেখ হাসিনার নেতৃত্বে আমরা এতোটা ঐক্যবদ্ধ ছিলাম বিজয় নয় মহাবিজয় অর্জন করেছি। এ বিজয়কে সংহত করতে চাইলে আগে দল গোছাতে হবে। আমি জানি এ সমস্যা মহানগরেই আছে, সারাদেশেই আছে। এ দুর্বলতা এড়াতে পারলে আওয়ামী লীগ আর কখনও হারবে না। তিনি বলেন: ভবিষ্যৎ বিজয় যদি চান, তাহলে দলকে সুসংহত করেন। আমাদের মাঝে সমস্যা আছে আমরা জানি। এ সমস্যা অতিক্রম করতে হবে। এ সমস্যার সমাধান এ নেতারাই করতে পারবে, নতুন কাউকে লাগবে না।
হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে জানান তিনি। সমাবেশ সফলের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আমরা ১৯ তারিখ বিজয় সমাবেশ করতে যাচ্ছি। এ বিজয় অর্জিত হয়েছে অনেক আন্দোলন সংগ্রামের পর। এ বিজয়ের রূপকার আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। সংগ্রাম-আন্দোলনের মধ্যদিয়ে তিনি তার ভাগ্য গড়ে তুলেছেন। তিনি আজ কেন্দ্রীয় নেতা নন জাতীয় নেতা। আমরা আজ এখানে যারা আছি তারা কেন্দ্রীয় নেতা। তিনি আজ রাজনীতিবিদ নন তিনি রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ান চিন্তা করে পরবর্তী নির্বাচন নিয়ে আর রাষ্ট্রনায়ক চিন্তা করেন পরবর্তী প্রজন্মকে নিয়ে। এ বিজয়ের রূপকার একমাত্র শেখ হাসিনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত অপশক্তিকে প্লাবনের মতো ভাসিয়ে দিয়ে যে বিজয়, তা সম্ভব হয়েছে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে। আমি একটা কথাই বলতে চাই, এ ঢাকা নগরী যেন শেখ হাসিনার নগরীতে পরিণত হয়৷ এ লক্ষ্যে ঢাকা মহানগরে সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সচেতন হয়ে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।