
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১৩:১৫

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দীর্ঘ পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
