
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, যা মোকাবিলা করতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হতে পারে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
