
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে তিনি জানান, “গতকাল রাত থেকে বেগম জিয়া আবারও ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন।” তার এমন বক্তব্যের পর বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
