প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ছাত্রদলের প্যানেলের নেতারা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নয় এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তারা মনে করেন, এই পরিস্থিতিতে অংশগ্রহণ করলে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নির্বাচনের আগে থেকেই ছাত্রদলের প্রার্থীদের হয়রানি করা হয়েছে। ক্যাম্পাসে তাদের প্রচার কার্যক্রমে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।
তারা বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভোট গ্রহণের পরিবেশ অনুপস্থিত থাকায় তারা বর্জনের পথ বেছে নিয়েছেন।
ছাত্রদল নেতারা আরও বলেন, তারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। তবে সেই চর্চা যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে তাদের অংশগ্রহণের কোনো মানে থাকে না। তাই বাধ্য হয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের নেতারা প্রশাসনের প্রতি অভিযোগ করে বলেন, তারা বারবার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।
তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হয়। তবেই শিক্ষার্থীরা আস্থা ফিরে পাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনের শেষে ছাত্রদল নেতারা জানান, তারা সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তাদের মতে, সুষ্ঠু পরিবেশে নির্বাচনই বিশ্ববিদ্যালয় রাজনীতিতে স্বচ্ছতা আনতে পারে।