প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:১৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি। সম্প্রতি ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এ নোটিশ দেওয়া হয়। এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশটি বুধবার সকালে মাসউদের ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম রাব্বি, যাকে এর আগে দলীয় সিদ্ধান্তে নৈতিকতা প্রশ্নে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপরও মাসউদ নিজে থানায় উপস্থিত হয়ে আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন।
এই ঘটনাকে ঘিরে দলীয় ভিতরে ও বাইরে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এটি এনসিপির নীতিমালা লঙ্ঘনের শামিল। দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত উপেক্ষা করে মাসউদের এই পদক্ষেপে নেতৃত্বের প্রতি অনাস্থার ইঙ্গিত দেখা দিয়েছে বলে অনেকে মনে করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঢোকার চেষ্টা করেন কিছু লোক। তাদের মধ্যে কয়েকজন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ‘ওসি কেন গ্রেপ্তার করছেন না’— এমন ভাষায় পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে উচ্চকণ্ঠে বক্তব্য রাখেন এক তরুণ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরদিন মঙ্গলবার পুলিশের নির্দেশে ওই তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। তবে বিকেল নাগাদ মুচলেকা দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়। এরপর থেকেই আব্দুল হান্নান মাসউদের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং দলীয় অবস্থান পরিষ্কার করতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় এনসিপি।
এনসিপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, দলীয় নীতিবহির্ভূত কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া তাদের বিকল্প নেই। শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তাঁরা।