বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকার ও কিছু রাজনৈতিক গোষ্ঠীকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, "যারা শেখ হাসিনার ভয়ে গর্তে লুকিয়ে ছিল, তারাই আজ আমাদের সংস্কারের তালিম দিচ্ছে। এদের বেশিরভাগেরই আন্দোলন-সংগ্রামে কোনো ভূমিকা নেই।" তিনি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, "আমরা হাসিনা-পরবর্তী বাংলাদেশের জন্য প্রস্তাবনা দিয়েছি, যা জনগণের কাছে নিয়ে যাচ্ছি।"
বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "বর্তমান সরকারের আমলে বিনিয়োগ ক্রমাগত কমছে। যতদিন প্রকৃত নির্বাচিত সরকার না আসবে, ততদিন বিনিয়োগকারীরা আসবে না।" তিনি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, "তারা দেখতে চায় বাংলাদেশে স্থিতিশীল নির্বাচিত সরকার আছে কিনা।"
মানবিক করিডোর নিয়ে তিনি কঠোর প্রশ্ন তোলেন: "এ নিয়ে কার সাথে আলোচনা হয়েছে? আমরা কি বাংলাদেশকে আরেকটি গাজা বানাতে চাই? এর পেছনে কাদের স্বার্থ কাজ করছে?"
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দলের নেতারা অংশ নেন। জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অনেকে বক্তব্য রাখেন।
আমীর খসরু গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে বলেন, "সংস্কার হতে হবে জনগণের সমর্থনে। আমাদের প্রস্তাবনায় জাতীয় ঐক্যমত্যের বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে।" তিনি দলীয় নেতৃত্বের ভিশন ২০৩০ এবং বিভিন্ন সংস্কার প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করা হয়।