বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিহতে প্রস্তুত আলেম সমাজ: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ১০:০০ অপরাহ্ন
বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিহতে প্রস্তুত আলেম সমাজ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ভারতের সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নওগাঁর সদর উপজেলার আমতলী মোড় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত তাফসিরুল কোরআন ও শানে রিসালাত সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, “অন্তবর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ভারতের সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় শক্তিই হোক না কেন, তারা বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না।”


মামুনুল হক আরও দাবি করেন যে ভারতের সাম্রাজ্যবাদী কার্যক্রমের সূচনা হয়েছিল ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানের প্রণয়নের সময়। তার মতে, সংবিধান থেকে ভারতীয় প্রভাব সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে। তিনি বলেন, “যদি আমরা সংবিধান থেকে ভারতের প্রভাব অপসারণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ আর কখনো মাথা তুলতে পারবে না। ভারত তখন আর বাংলাদেশকে হুমকি দেওয়ার সাহস দেখাতে পারবে না।”


তিনি আরও উল্লেখ করেন যে সংবিধান সংস্কার নিয়ে বিভিন্নমুখী মতামত পাওয়া যাচ্ছে। তবে তিনি স্পষ্টভাবে বলেন, “তোহিদি জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই, বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। যদি এমন কোনো আইন টিকে থাকে, তাহলে তা প্রতিহত করতে প্রয়োজনে যুদ্ধও করতে প্রস্তুত রয়েছে আলেম সমাজ।”


সম্মেলনে আলেম সমাজের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।