চুপ্পুর অধিকার নেই রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার- মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৪:৫৪ অপরাহ্ন
চুপ্পুর অধিকার নেই রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার- মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার কোনো বৈধ অধিকার নেই। তিনি তার এ মন্তব্যটি ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ফোরাম আয়োজিত 'সংবিধান অনুলিখন না সংশোধন' শীর্ষক গোলটেবিল বৈঠকে করেন। 


মাহমুদুর রহমান বলেছেন, "যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন, সে দিনেই দেশের সংবিধান নষ্ট হয়ে গেছে।" তার মতে, রাষ্ট্রপতির ভাষণে তিনি নিজেই তার পদত্যাগের ব্যাপারে মিথ্যা বলেছেন, যা সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের শামিল। তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তি এমন মিথ্যা বলতে পারে, তার রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার কোনো বৈধতা থাকতে পারে না। 


এছাড়াও মাহমুদুর রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশে বর্তমান সংবিধান শুধুমাত্র এক "পরিবারের পক্ষের দলিল" হিসেবে তৈরি হয়েছে, যা জাতীয় অগ্রগতির জন্য উপযোগী নয়। তার মতে, এই সংবিধানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সারাজীবন ক্ষমতায় থাকবে, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। তিনি বলেন, এই সংবিধান ৭২ সালে প্রতিষ্ঠিত বাকশালের আদলে, অঘোষিতভাবে বর্তমান সরকারও একটি বাকশাল কায়েম করেছে।


এ আলোচনায় সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির আইনজীবী নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রেজা, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যান্য নেতারা তাদের বক্তব্যে সংবিধান সংশোধন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।


এদিকে, মাহমুদুর রহমানের এই বক্তব্য জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে, যেখানে একদিকে রাষ্ট্রপতি এবং বর্তমান সরকারের সাংবিধানিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে বিরোধী দল এবং বিশ্লেষকরা সরকারের প্রতি তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন।