ভোলায় বিএনপি নেতার হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ২রা আগস্ট ২০২২ ০৪:৪৪ অপরাহ্ন
ভোলায় বিএনপি নেতার হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও জেলা দক্ষিন-উত্তর জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদররোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সমানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


মহানগর বিএনপি আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম- আহ্বায়ক এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন, মহানগর সিনিয়র সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম, মহানগর মহিলা দল সাধারন সম্পাদক পাপিয়া জেসমিন, মহানগর শ্রমিকদল আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, ভারপ্রপাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবীর প্রমুখ। 


এসময় মহানগর অন্য সকল যুগ্ম-আহবায়ক, সদস্য সহ বিএনপি, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 


অপরদিকে টাউন হল চত্বরে বরিশাল জেলা (দক্ষিণ) ও উত্তর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। দক্ষিন জেলা বিএনপি আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এ্যাড. মজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে আঃ রহিম হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. অকতার হোসেন মেবুল, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সদস্য আবুল হোসেন খান, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ প্রমুখ। 


এদিকে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে টাউন হল ও তার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।